Saturday, August 8, 2015

একটি আদর্শ বনসাই উপাদানের যে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি থাকবে

ভাল মূল ভিত্তি আছে এমন গাছ।  সুন্দর Trunk-base আছে।  স্বাভাবিক সৌন্দর্য (Natural beauty) আছে।  গাছের বাকলে বয়সের ছাপ আছে। 

মূল কান্ডে কোন দাগ থাকবে না। 

মূল কাণ্ডের সুন্দর Taper থাকবে। 

প্রচুর ডালপালা আছে এবং ডালগুলিতে প্রচুর পাতা আছে। 

গাছে পোকার আক্রমন থাকবে না। 

গাছ একেবারে সু বা রোগা হবে না। 

প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা কষ্ট সহিঞ্চু গাছ। 

যাদের যথেষ্ট বয়স হয়েছে অথচ তেমন বাড় হয়নি।

উপরের বৈশিষ্ট সম্বলিত বৃক্ষ সংগ্রহ করতে পারলে আপনি একটি সুন্দর বনসাই বৃক্ষ তৈরি করতে পারবেন বলে আমাকরি।

No comments:

Post a Comment